Apple iPad এর দাম ৫০০০ টাকা কমেছে, দেখেনিন এর দাম ও ফিচার
Apple iPad এর ১০ জেনারেশন গত বছরের অক্টোবরে ৪৪,৯০০ টাকা প্রারম্ভিক মূল্যে লঞ্চ হয়েছিল। এই দাম এখন কমেছে।
Apple iPad- অ্যাপল কোম্পানি গত বছর iPad (2022) লঞ্চ করেছিল। এর দাম এখন অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। আইপ্যাড 10 তম জেনারেশন গত বছরের অক্টোবরে ৪৪,৯০০ টাকা প্রারম্ভিক মূল্যে লঞ্চ হয়েছিল। এটি ছিল ৬৪জিবি ওয়াই-ফাই ভেরিয়েন্টের দাম। এই দাম কমানো হয়েছে। iPad (2022) এ রয়েছে A14 বায়োনিক প্রসেসর। এছাড়া ১০.৯-ইঞ্চির লিকুইড রেটিনা ডিসপ্লে, যা ১৬৪০ বাই ২৩৬০ পিক্সেল রেজোলিউশন অফার করে। এটিতে একটি ১২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে যা 4K ভিডিও রেকর্ড করতে পারে।
Apple India ওয়েবসাইটে iPad (2022) 10 তম প্রজন্মের দাম ৩৯,৯০০ টাকা হয়ে গেছে। এই মূল্য শুধুমাত্র ৬৪জিবি Wi-Fi ভেরিয়েন্টের জন্য। ওয়াইফাই এবং সেলুলার ভেরিয়েন্টকে এখন ৫৪,৯০০ টাকার এমআরপিতে বিক্রি করা হচ্ছে, যা ৫৯,৯০০ টাকায় লঞ্চ হয়েছিল। এদিকে, ২৫৬জিবি ভেরিয়েন্ট মডেলের দামও ৫ হাজার টাকা কমানো হয়েছে।
আরও পড়ুনঃ
দুর্দান্ত ফিচার ও লুকস নিয়ে Google Pixel 8 এবং Pixel 8 Pro স্মার্টফোন বাজারে এসেছে
iPhone Offer- দুর্দান্ত অফারে পাওয়া যাচ্ছে Apple iPhone 14
Apple iPad (2022) ফিচার
এতে ১০.৯ ইঞ্চির লিকুইড রেটিনা ডিসপ্লে রয়েছে। 500 নিট ব্রাইটনেস প্রদান করবে। iPad (2022) ডিভাইসে A14 Bionic প্রসেসর রয়েছে, যা এর ৯ প্রজন্মের তুলনায় ২০ শতাংশ ভালো পারফরম্যান্স প্রদান করতে পারে। এমনকি গ্রাফিক্সের দিক থেকেও এটি পুরানোটির থেকে ১০ শতাংশ ভালো পারফরম্যান্স দিতে পারে।
আপনি যদি আইপ্যাডটিকে ল্যান্ডস্কেপ মোডে রাখেন, তাহলে সামনের ক্যামেরাটিকে উপরে পাওয়া যাবে এবং এটি ১২ মেগাপিক্সেলের। এই আইপ্যাডে একটি ১২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে যা 120fps এ 4K ভিডিও এবং স্লো মোশন ভিডিও রেকর্ড করতে পারে। ডিভাইসটিতে স্টেরিও স্পিকার রয়েছে যা ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনে সেরা পারফর্ম করার জন্য ডিজাইন করা হয়েছে।
অ্যাপলের এই আইপ্যাডে রয়েছে ইউএসবি টাইপ-সি পোর্ট এর সুবিধা। এতে Wi-Fi 6 এবং 5G কানেক্টিভিটি রয়েছে। এটি iPadOS 16 অপারেটিং সিস্টেমে চলে। এতে কোম্পানি ফ্রিফর্ম প্রোডাক্টিভিটি অ্যাপও প্রদান করে।
আরও পড়ুনঃ
দুর্দান্ত ফিচার ও লুকস নিয়ে Google Pixel 8 এবং Pixel 8 Pro স্মার্টফোন বাজারে এসেছে
iPhone Offer- দুর্দান্ত অফারে পাওয়া যাচ্ছে Apple iPhone 14