অ্যাপেল কোম্পানি ভারতীয় ইউজারদের জন্য iPhone15 সিরিজের সাথে Apple Watch Series 9, Apple Watch Ultra 2, সেকেন্ড জেন AirPods Pro ডিভাইসগুলিকেও লঞ্চ করেছে। iPhone 15 সিরিজের ফোনগুলির মতোই এই ডিভাইসগুলিও যথেষ্ট অ্যাডভান্স ফিচারের সাথে নিয়ে এসেছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই ডিভাইসগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য।
ওয়াচ সিরিজ 9 কোম্পানির পক্ষ থেকে 41mm এবং 45mm দুটি স্ক্রীন সাইজ অপশনে আনা হয়েছে। তবে ওয়াচ আলট্রা 2 এর সাইজ 49mm । ভারতে অ্যাপেল ওয়াচ সিরিজ 9 এর দাম শুরু হয়েছে মাত্র 41,990 টাকা থেকে। এদিকে Apple Watch Ultra 2 ঘড়ির দাম রাখা হয়েছে 89,900 টাকা। ইয়ারপডস্ প্রো সেকেন্ড জেনের দাম পড়বে মাত্র 24,900 টাকা। এই ডিভাইসগুলির প্রি বুকিং শুরু হবে আগামী ১৫ই সেপ্টেম্বর বিকাল ৫ঃ৩০ থেকে। আবার এদের সেল শুরু হবে ২২শে সেপ্টেম্বর থেকে।
আরও পড়ুনঃ 5G Smartphone: সেরা 5টি 5G স্মার্টফোন! যাদের দাম খুবই কম
Apple Watch Series 9 ওয়াচ ফিচার |
|
১ | এই সিরিজের ওয়াচে 41mm এবং 45mm স্ক্রিন সাইজ রয়েছে। Apple Watch Series 9 ঘড়িতে এজ টু এজ কার্ভ রেটিনা অলওয়েজ অন ডিসপ্লে দেওয়া হয়েছে। যা 2,000 নিটস্ পর্যন্ত ব্রাইটনেস প্রদান করবে। |
২ | এই ওয়াচে আলট্রা ওয়াইড ব্যান্ড সাপোর্ট সহ 32GB অনবোর্ড স্টোরেজ এবং নতুন S9 চিপ দেওয়া হয়েছে। এই নতুন চিপে 4-কোর নিউরাল ইঞ্জিন রয়েছে। যা অনেক ফাস্ট কাজ করবে। |
৩ | কোম্পানি এতে নতুন ডবল টেপ জেসচার ফিচার দিয়েছে। ফলে ব্যুরো আঙ্গুল এবং তর্জনী ব্যাবহার করে কল রিসিভ, অ্যালার্ম স্নুজের মতো বেশ কিছু ফাংশন অ্যাক্সেস করা যাবে। |
৪ | হার্টরেট সেন্সর, অক্সিজেন সেন্সর এবং টেম্পারেচার সেন্সর এতে যুক্ত করা হয়েছে। এছাড়া স্লিপ স্টেজ ট্র্যাকিং এবং হাই ওয়ার্কআউট ম্যাট্রিক্স সাপোর্ট করবে। |
৫ | এতে ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এই ঘড়িটি 18 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। |
৬ | এতে সুইম প্রুফ, ডাস্ট ও ক্র্যাক রেজিস্টেন্স হওয়ার পাশাপাশি পড়ে গেলে, আপৎকালীন পরিস্থিতিতে এসওএস এবং গাড়ি দুর্ঘটনা হলে ম্যাসেজ দেওয়ার সুবিধাও রয়েছে। |
৭ | এই ডিভাইসটি ওয়াচওএস 10 অপারেটিং সিস্টেমে কাজ করে। এছাড়া এতে সেলুলার (এলটিই) কানেক্টিভিটি, Bluetooth, নতুন ওয়াচ ফেস এবং লো পাওয়ার মোডের মতো অনেক ফিচার দেওয়া হয়েছে। |
Apple Watch Ultra 2 ওয়াচ ফিচার |
|
১ | Apple এর সেকেন্ড জেনে Apple Watch Ultra 2 ওয়াচে নতুন S9 চিপসেট বেবহার করা হয়েছে। এতে সাফায়ার ফ্রন্ট ক্রিস্টাল সহ 49nm স্ক্রিন দেওয়া হয়েছে। এই ওয়াচে 3,000 নিটস্ ব্রাইটনেস সাপোর্ট করবে। |
২ | এতে ওয়াটার রেজিস্টেন্স, অন ডিভাইস সিরি, হার্ট রেট মনিটারিং সেন্সর, অক্সিজেন লেভেল ট্র্যাকার, স্লিপ ট্র্যাকিং ও টেম্পারেচার সেন্সরের সঙ্গে ইসিজি দেওয়া হয়েছে। এই ঘড়িতেও হেল্থ এবং ফিটনেস সম্বন্ধিত সমস্ত ধরনের সুবিধা পাওয়া যায়। |
৩ | ট্র্যাকিঙের জন্য এতে দেওয়া হয়েছে ডুয়েল ফ্রিকোয়েন্সি জিপিএস। |
৪ | একবার ফুল চার্জ করলে এই ওয়াচটি ৩৬ ঘন্টা পর্যন্ত এবং কম পাওয়ার মোডে ৭২ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে। |
আরও পড়ুনঃ Realme 11X 5G ফোনে বাম্পার ডিসকাউন্ট অফার, রয়েছে 6GB RAM এবং 5,000mAh ব্যাটারি