8GB Ram যুক্ত সবথেকে কম দামে স্মার্টফোনগুলিকে একনজরে দেখে নিন

Tecno Spark 10c এবং itel A60S ফোনে রয়েছে 8GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনদুটির দাম খুবই কম। এই ফোনদুটির দাম যথাক্রমে 9492 টাকা ও 7495 টাকা।

8GB RAM Phone List

8GB RAM Phone List– আপনি যদি বেশি র‍্যাম ও স্টোরেজ যুক্ত ফোন কেনার কথা ভাবছেন তাও আবার কম দাম তাহলে আপনার জন্য এই প্রতিবেদনটি। এই প্রতিবেদনে আমরা দুটি ফোন সম্পর্কে জানাবো যার মধ্যে রয়েছে ৮জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ। এই ফোন দুটি হল Tecno Spark 10c এবং itel A60S । এই ফোনগুলির দামও খুবই কম। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই ফোনদুটির দাম, ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য।

আরও পড়ুনঃ 5G Smartphone: সেরা 5টি 5G স্মার্টফোন! যাদের দাম খুবই কম

Tecno Spark 10c এবং itel A60S ফোনের দাম

Tecno Spark 10c ফোনটির দাম মাত্র ৯৪৯২ টাকা। এই দাম ফোনটির ৮জিবি র‍্যাম ও ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের। এদিকে itel A60S ফোনের ৮জিবি র‍্যাম ও ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম পড়বে ৭৪৯৫ টাকা। ফোনদুটিকে আপনি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart) থেকে ক্রয় করতে পারবেন।

Tecno Spark 10c এবং itel A60S ফোন ফিচার

টেকনো স্পার্ক ১০সি ফোনে রয়েছে 6.6 ইঞ্চির এইচডি+ IPS LCD ডিসপ্লে। যার স্ক্রীন রেজুলসন 1612 পিক্সেল বাই 720 পিক্সেল এবং 90 হার্টজ রিফ্রেশ রেট। পারফমান্সের জন্য এই ফোনে রয়েছে Unisoc Tiger T606 অক্টাকোর প্রসেসর এবং Android 13 অপারেটিং সিস্টেম। ফোনটিতে ডুয়েল ন্যানো সিম বেবহার করা যাবে।

ফটোগ্রাফির জন্য ফোনটির রিয়ার প্যানেলে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফির জন্য ফোনটির সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সিকুরিটির জন্য এতে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০এমএএইচ এর ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটিতে ৪জি নেটওয়ার্ক সাপোর্ট করবে।

এদিকে আইটেল এ৬০এস ফোনে রয়েছে 6.6 ইঞ্চির ডিসপ্লে। এর স্ক্রীন রেজুলসন ১৬১২ পিক্সেল বাই ৭২০ পিক্সেল। ফোনটিতে অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটি Android Q12 অপারেটিং সিস্টেমে চলবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০এমএএইচ এর ব্যাটারি দেওয়া হয়েছে।

এতে ডুয়েল সিম বেবহার করতে পারবেন। ফটোগ্রাফির জন্য সামনে একটি এবং পিছনে একটি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির ওজন ১৫০ গ্রাম। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ফোনটির ইন্টারনাল স্টোরেজ বাড়ানো যাবে। কানেক্টিভিটির জন্য এতে পেয়ে যাবে ৪জি নেটওয়ার্ক, Bluetooth, Wi-Fi, UBC cable, এবং 3.5mm অডিও জ্যাক।

আরও পড়ুনঃ Realme 11X 5G ফোনে বাম্পার ডিসকাউন্ট অফার, রয়েছে 6GB RAM এবং 5,000mAh ব্যাটারি

Exit mobile version