Bangla NewsBangla Tech Newslatest techlatest tech newslatest technology newstech guidetech news todaytech tipsTech Tips Banglatech worldtips and tricstrending tech news
Trending

Electricity Bill Online Check: কিভাবে মোবাইলে বিদ্যুৎ বিল চেক করবেন, জেনে নিন সহজ উপায়

ইলেকট্রিসিটি বিল অনলাইন চেকঃ আমরা আপনাদের জানিয়ে দেবো যে কিভাবে অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ বিল চেক করতে হয়।

Electricity Bill Online Check: কিভাবে মোবাইলে বিদ্যুৎ বিল চেক করবেন, জেনে নিন সহজ উপায়

Electricity Bill Online Check: বর্তমান সময়ে বিদ্যুৎ বিল চেক করা খুব সহজ হয়ে গেছে। যদি আপনি বিদ্যুৎ বিলের হার্ড কপি বা রিসিভ না পেয়ে থাকেন তবে আপনি খুব সহজেই অনলাইনের মাধ্যমে আপনার কত বিদ্যুৎ বিল এসেছে তা দেখে নিতে পারবেন। এর জন্য আপনাকে রাজ্য সরকারের বিদ্যুৎ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট বা Paytm, PhonePe, BHIM এবং Google Pay-এর সাহায্য নিতে হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে অ্যাপের বা বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইট এর সাহায্যে বিদ্যুৎ বিল চেক করা যায়।

আপনাদের জানিয়ে রাখি যে ভারতের প্রতিটি রাজ্যে অনলাইনে বিদ্যুৎ বিল চেক করার এবং তা পরিশোধ করার সুবিধা রয়েছে। বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের সুবিধার্থে সমস্ত তথ্য অনলাইনে করে দিয়েছে। ব্যবহারকারীরা এক ক্লিকেই তাদের অ্যাকাউন্টের সমস্ত তথ্য পেতে পারেন। এবার থেকে বাড়িতে বিদ্যুৎ বিল না এলে টেনশন করার কিছু নেই। এর জন্য আপনাকে ইলেকট্রিক কোম্পানির অফিসে যেতে হবে না। আপনি অনলাইন চেক করতে পারবেন আপনার কত টাকা ইলেকট্রিক বিল এসেছে।

আরও পড়ুনঃ

Electricity Bill Online Check- অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে কিভাবে বিদ্যুৎ বিল চেক করবেন?

আপনি যদি বিদ্যুৎ বিল জানতে চান তাহলে আপনাকে রাজ্যের বিদ্যুৎ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট (WBSEDCL) আপনার ফোন বা কম্পিউটারে খুলতে হবে। আপনি আপনার মোবাইলে এই তথ্য দেখতে পারবেন। এর জন্য আপনার শুধু একটি ইন্টারনেট কানেকশন থাকতে হবে। অনলাইনে বিদ্যুতের বিল চেক করতে, আপনাকে অবশ্যই কঞ্জিউমার নাম্বার জানতে হবে, যা বিলে প্রিন্ট করা থাকে। আপনাদের জানিয়ে রাখি যে ভারতের সব রাজ্যে বিদ্যুৎ বিভাগের আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে।

পশ্চিমবঙ্গের গ্রাহকের বিদ্যুৎ বিল চেক করার জন্য WBSEDCL অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করতে হবে। এবার এখান থেকে আপনাকে ‘Online Payment’ অপশন সিলেক্ট করে Quick Pay অপশন নির্বাচন করতে হবে। তারপর আপনাকে আপনার কনজিউমার আইডি দিয়ে এবং ক্যাপচা ফিলাপ করে Proceed অপশন এ ক্লিক করতে হবে। এবার আপনার সামনে বিদ্যুৎ বিলের সমস্ত তথ্য চলে আসবে।

এছাড়াও আপনি আপনার মোবাইল থেকে অ্যাপস এর মাধ্যমে বিদ্যুৎ বিল চেক করতে পারবেন। এর জন্য প্রথমে মোবাইলে PhonePe, Google Pay, BHIM, বা Amazon Pay এর মধ্যে যেকোনো একটি অ্যাপ ডাউনলোড করে লগিন করতে হবে। এবার রিচার্জ এবং পে বিল বিভাগে বিদ্যুত বিল অপশন পাবেন। ইলেক্ট্রিসিটি অপশনে ক্লিক করার পর ইলেক্ট্রিসিটি প্রোভাইডার সিলেক্ট করতে হবে। এখানে আপনাকে গ্রাহক নাম্বার বা কনজিউমার আইডি দিতে হবে। আপনার সামনে সর্বশেষ বিদ্যুৎ বিল এসে যাবে। এখান থেকে আপনি আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button