Site icon Technology News

Motorola G32 ফোনের উপরে পাওয়া যাচ্ছে দুর্দান্ত ডিকাউন্ট অফার, আজই অর্ডার করুন

Motorola G32

আপনি যদি নতুন ১০ থেকে ১২ হাজার টাকার মধ্যে ফোন কিনতে চান, তাও আবার ডিস্কাউন্ট দিয়ে। তাহলে আপনি MOTOROLA G32 ফোনটিকে ক্রয় করতে পারেন। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা, ৬.৫ ইঞ্চির ডিসপ্লে, এবং ৫০০০এমএএইচ এর ব্যাটারি। তাহলে চলুন একনজরে দেখে নেওয়া যাক মোটোরোলা জি৩২ ফোনের দাম কত এবং এর মধ্যে কি কি ফিচার রয়েছে।

আরও পড়ুনঃ Realme 11X 5G ফোনে বাম্পার ডিসকাউন্ট অফার, রয়েছে 6GB RAM এবং 5,000mAh ব্যাটারি

মোটোরোলা জি৩২ ফোনটির আসল দাম ১৮৯৯৯ টাকা। কিন্তু ফোনটির উপরে পাওয়া যাচ্ছে ৪২% ডিস্কাউন্ট অফার। ফলে ফোনটিকে আপনি মাত্র ১০৯৯৯ টাকা দিয়ে কিনতে পারবেন। এই দাম ফোনটির ৮জিবি র‍্যাম ও ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের। এছাড়াও ফোনটিতে রয়েছে বিভিন্ন ধরনের ব্যাংক অফার। যদি আপনি এই ব্যাংক অফারের লাভ উঠাতে পারেন। তাহলে ফোনটিকে আরও কম দামে কিনতে পারবেন।

এদিকে ফোনটিকে আপনি ইএমআই এবং এক্সচেঞ্জ অফারেও কিনতে পারবেন। ফোনটিকে আপনি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart) থেকে কিনতে পারবেন। ফোনটি Mineral Gray, Rose Gold, Satin Maroon, এবং Satin Silver কালারে উপলব্ধ রয়েছে।

Motorola G32 ফোন ফিচার

আরও পড়ুনঃ 5G Smartphone: সেরা 5টি 5G স্মার্টফোন! যাদের দাম খুবই কম

Exit mobile version