BGMI- কিভাবে অ্যান্ড্রয়েড এবং আই ওএস ডিভাইসে ডাউনলোড করবেন ব্যাটলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেম
BGMI গেম গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর ডাউনলোড করুন।
BGMI Game: ব্যাটলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেমকে এখন ডাউনলোড করার জন্য উপলব্ধ ক্রে দেওয়া হয়েছে। এদিকে ডেভেলপার Krafton নতুন আপডেটও নিয়ে চলেছে। এই গেম খেলার জন্য গেমাররা অনেক মাস ধরে অপেক্ষা করছে। BGMI নতুন ভার্সন পুরনো ভার্সন থেকে একটু আলাদা। এই গেম গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর ডাউনলোড করা যাবে।
আরও পড়ুনঃ
দুর্দান্ত ফিচার ও লুকস নিয়ে Google Pixel 8 এবং Pixel 8 Pro স্মার্টফোন বাজারে এসেছে
iPhone Offer- দুর্দান্ত অফারে পাওয়া যাচ্ছে Apple iPhone 14 ফোনটিকে
গুগল প্লে স্টোর থেকে BGMI কীভাবে ডাউনলোড করবেন?
আপনার ফোনে গুগল প্লে স্টোর খুলে সার্চ অপশন থেকে BGMI লিখে সার্চ করুন। এবার আপনি বীজমিআই অ্যাপ দেখতে পাবেন এবং এর নীচে ইন্সটল বোতামে ক্লিক করে ডাউনলোড করতে পারেন। গেমটি ডাউনলোড করার আগে আপনার ফোনের স্টোরেজ একবার চেক করে নেবেন বা এই ডাউনলোড করার সময় তারা স্বয়ংক্রিয় ভাবে আপনার স্টোরেজ চেক করে নেবে। এরপরে মোবাইলে গেম ডাউনলোড হয়ে ইন্সটল হবে।
আইফোন বা আইপ্যাড এ বীজীএমআই অ্যাপ ডাউনলোড করার জন্য অ্যাপল অ্যাপ স্টোর খুলতে হবে। সার্চ অপশন থেকে বীজীএমআই টাইপ করে সার্চ করুন। ডাউনলোড এবং ইন্সটল প্রক্রিয়া চালু করার জন্য ইন্সটল বোতামে ক্লিক করুন। এই গেমটি ইন্সটল হওয়ার পরে আপনি সহজেই গেম খেলতে পারবেন।
আপনি যদি গুগল প্লে স্টোর থেকে BGMI গেম ডাউনলোড করেন, তবে তার সাইজ হবে ৯৬০এমবি-এর কাছাকাছি। এই গেমের সব ধরনের সুবিধা পাওয়ার জন্য আপনার ফোনে বা ডিভাইসে কম করে ২জিবি স্টোরেজ খালি থাকতে হবে। যখন আপনি সমস্ত রিসোর্স প্যাক, ম্যাপ, অডিও ইত্যাদি ডাউনলোড করে ইন্সটল করবেন তখন এর সাইজ বেড়ে যাবে।
আরও পড়ুনঃ
দুর্দান্ত ফিচার ও লুকস নিয়ে Google Pixel 8 এবং Pixel 8 Pro স্মার্টফোন বাজারে এসেছে
iPhone Offer- দুর্দান্ত অফারে পাওয়া যাচ্ছে Apple iPhone 14 ফোনটিকে