আপনি যদি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাও আবার ৬ থেকে ৭ হাজার টাকার মধ্যে তাহলে আপনার জন্য এই প্রতিবেদনটি। আমরা এখানে যে ফোনটি সম্পর্কে বলতে যাচ্ছি তার দাম খুবই কম। আবার এতে দুর্দান্ত ফিচারও রয়েছে। হ্যাঁ আমরা বলতে চাচ্ছি Poco C51 ফোনটি সম্পর্কে। এই ফোনটিকে এই মুহূর্তে খুবই কম দামে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে পাওয়া যাচ্ছে। কোম্পানি Poco C51 ফোনটিকে এই বছরের এপ্রিল মাসে বাজারে লঞ্চ করেছিল।
আরও পড়ুনঃ Apple Watch 9 Series, Watch Ultra 2 এবং ইয়ারপডস্ ভারতে লঞ্চ হল
এই ফোনে আপনি পেয়ে যাবেন ৪জিবি র্যাম ও ৬৪জিবি ইন্টারনাল স্টোরেজ। এছাড়া এতে রয়েছে 5000mAh এর ব্যাটারি, 6.52 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে, এবং ৮ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা। তাহলে চলুন জেনে নেওয়া যাক ফোনটির দাম, ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য।
Poco C51 ফোনের দাম পড়বে মাত্র 6499 টাকা। এই দাম ফোনটির 4GB RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের। ফোনটিকে পাওয়ার ব্ল্যাক, এবং রয়্যাল ব্লু কালারে ক্রয় করা যাবে। ফোনটির উপরে বিভিন্ন ধরনের ব্যাংক অফার রয়েছে। এছাড়া ফোনটিকে আপনি নো-কোস্ট ইএমআই এর মাধ্যমেও কিনতে পারবেন। ফোনটিকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart) থেকে ক্রয় করতে পারবেন।
Poco C51 ফোন ফিচার
পোকো সি৫১ ফোনটিতে 1600 পিক্সেল বাই 720 পিক্সেল স্ক্রীন রেজলিউশন সাপোর্টেড সহ 6.52 ইঞ্চির HD+ Scratch Resistant ডিসপ্লে রয়েছে। যা 120 হার্টজ টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করবে। এছাড়া 400 নিটস্ ব্রাইটনেস সাপোর্টও রয়েছে। এতে ডুয়েল ন্যানো সিম বেবহার করা যাবে।
সিকুরিটির জন্য এই ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমে চলবে। পারফরমান্সের জন্য এতে 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও G36 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনে ৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং AI লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। সেলফির জন্য ফোনটিতে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফোনটির ওজন 192 গ্রাম
পাওয়ার ব্যাকআপের জন্য পোকো সি৫১ ফোনে 5,000mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটি ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়া এতে Bluetooth v5.0 ভার্সন, Wi-Fi 802.11 b/g/n, 4G নেটওয়ার্ক, ইউএসবি টাইপ সি পোর্ট, এবং 3.5mm অডিও জ্যাক দেওয়া হয়েছে।
পোকো সি৫১ ফোন ফিচার | |
ডিসপ্লে | 6.52 ইঞ্চির HD+ Scratch Resistant ডিসপ্লে |
র্যাম | 4GB RAM ও 64GB স্টোরেজ |
ক্যামেরা | ৮+AI রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা |
ব্যাটারি | 5,000mAh-এর ব্যাটারি যা ফাস্ট চার্জিং সাপোর্ট করে |
প্রসেসর এবং অপারেটিং সিস্টেম | Android 13 অপারেটিং সিস্টেমে চলবে এবং 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও G36 প্রসেসর |
আরও পড়ুনঃ iPhone 15 এবং iPhone 15 Plus লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার