iPhone 15 এবং iPhone 15 Plus লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

লঞ্চ হল iPhone 15 এবং iPhone 15 Plus ফোন। অ্যাপেল তাদের নতুন আইফোন 15 সিরিজ এর অধীনে iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max নামের চারটি ফোন বাজারে নিয়ে এসেছে।

iPhone 15 and iPhone 15 Plus

Apple বছরে একবার তাদের ফোন অর্থাৎ iPhones লঞ্চ করে। এবার কোম্পানি 15 সিরিজের অধীনে নতুন ফোন বাজারে নিয়ে হাজির হয়েছে। অ্যাপেল তাদের নতুন আইফোন 15 সিরিজ এর অধীনে iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max নামের চারটি ফোন বাজারে নিয়ে এসেছে। এই পোস্টে আমরা iPhone 15 ও iPhone 15 Plus ফোন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

আরও পড়ুনঃ 5G Smartphone: সেরা 5টি 5G স্মার্টফোন! যাদের দাম খুবই কম

ভারতের বাজারে iPhone 15 এর দাম 79,900 টাকা থেকে এবং iPhone 15 Plus এর প্রাথমিক দাম 89,990 টাকা থেকে শুরু। দুটি ফোনেই আপনি পেয়ে যাবেন 128GB, 256GB এবং 512GB ইন্টারনাল স্টোরেজ। iPhone 15 ফোনের সব ভেরিয়েন্টের দাম যথাক্রমে ৭৯৯০০ টাকা, ৮৯৯০০ টাকা এবং ১০৯৯০০ টাকা। এদিকে কোম্পানির iPhone 15 Plus ফোনের ভেরিয়েন্টগুলির দাম রাখা হয়েছে যথাক্রমে ৮৯৯০০ টাকা, ৯৯৯০০ টাকা এবং ১১৯৯০০ টাকা। এই ফোনগুলিকে আপনি আগামী ১৫ই সেপ্টেম্বর থেকে প্রিবুক করতে পারবেন এবং ফোনগুলির সেল শুরু হবে আগামী ২২ই সেপ্টেম্বর। এই ফোনগুলিকে পিঙ্ক, ইয়েলো, গ্রীন, ব্লু ও ব্ল্যাক সহ পাঁচটি কালারে বাজারে আনা হয়েছে।

Phone 15 এবং iPhone 15 Plus ফোন ফিচার

আইফোন 15 এবং আইফোন 15 Plus দুটি ফোনেই দেওয়া হয়েছে Dynamic Island ডিসপ্লে। এটি এক ধরনের পাঞ্চ হোল ইন্সপায়ার্ড নচ ডিসপ্লে যা বডি এজ থেকে কিছুটা ভেতরের দিকে অবস্থিত এবং স্ক্রিনের মধ্যেও অত্যন্ত কম স্থান দখল করে। iPhone 15 ফোনের স্ক্রীন রেজুলসন 2532 পিক্সেল বাই 1170 পিক্সেল। এতে 6.1 ইঞ্চির সুপার রেটিনা ওএলইডি ডিসপ্লে প্যানেল রয়েছে। যা 60 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

আইফোন 15 Plus ফোনে 6.7 ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে রয়েছে। যার স্ক্রীন রেজুলসন 2778 পিক্সেল বাই 1284 পিক্সেল এবং 60 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্টেড। iPhone 15 এবং iPhone 15 Plus দুটি ফোনই 2000 নিটস্ পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। ফোন দুটির ডিসপ্লেকে মজবুত করার জন্য এবং ওয়াটার ও ডাস্ট প্রুফ করার জন্য সেরামিক শিল্ড লেয়ার যোগ করা হয়েছে।

আইফোন 15 এবং আইফোন 15 Plus ফোন দুটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে ফ্ল্যাশ লাইট সহ ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স সাথে এফ/2.4 অ্যাপার্চার যুক্ত ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই আইফোনের ফ্রন্ট ক্যামেরা Dynamic Island এর মধ্যে অবস্থিত।

আপনাদের জানিয়ে রাখি যে অ্যাপেল কোম্পানি তাদের প্রোডাক্টে নিজস্ব প্রসেসর বেবহার করে। এই প্রসেসর অ্যান্ড্রয়েড ফোনে ব্যাবহৃত Qualcomm বা MediaTek চিপসেটের তুলনায় যথেষ্ট আলাদা এবং অত্যন্ত শক্তিশালী। এই ফোনদুটিতে Apple A16 Bionic চিপসেট দেওয়া হয়েছে। এতে অ্যাডভান্স ফিচারযুক্ত iOS 17 অপারেটিং সিস্টেম রয়েছে।

আরও পড়ুনঃ Realme 11X 5G ফোনে বাম্পার ডিসকাউন্ট অফার, রয়েছে 6GB RAM এবং 5,000mAh ব্যাটারি

Apple iPhones ফোনে সাধারণত কম এমএএইচ ব্যাটারি দেওয়া হয়। তবে এবার কোম্পানি এই সেগমেন্টেও ভালো কাজ করেছে। এবার কোম্পানি আইফোনে ইউএসবি টাইপ সি পোর্ট যোগ করা হয়েছে। অর্থাৎ এখন থেকে আর আইফোন চার্জ করার জন্য কোন বিশেষ ধরনের চার্জিং কেবলের দরকার হবে না। এই আইফোনগুলি ওয়্যারলেস পদ্ধতিতেও চার্জ করা যাবে।

স্পেসিফিকেশন আইফোন ১৫ আইফোন ১৫ প্লাস
ডিসপ্লে ৬.১ ইঞ্চির Super Retina XDR OLED ৬.১ ইঞ্চির Super Retina XDR OLED
ক্যামেরা ৪৮ MP + ১২ MP ৪৮ MP + ১২ MP
সেলফি ক্যামেরা ১২ মেগাপিক্সেল ১২ মেগাপিক্সেল
প্রসেসর ও অপারেটিং সিস্টেম Apple A16 Bionic অ্যান্ড iOS 17 Apple A16 Bionic অ্যান্ড iOS 17

Exit mobile version