এই ফোনের শুধুমাত্র একটি মডেলকে বাজারে আনা হয়েছে, যাতে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
Moto G53 ফোনটি বর্তমানে চীনে পেশ করা হয়েছে, তবে কোম্পানি আগামী বছর ভারতের বাজারে এই ফোনটি লঞ্চ করতে পারে। ফোনটিকে কালো এবং ধূসর কালারে ক্রয় করা যাবে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ভারতে এই ফোনটির দাম 10 থেকে 13 হাজার টাকার মধ্যে থাকতে পারে।
আরও পড়ুনঃ 5G Smartphone: সেরা 5টি 5G স্মার্টফোন! যাদের দাম খুবই কম
Moto G53 ফোন ফিচার
Moto G53 ফোনে রয়েছে 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে। যার স্ক্রীন রেজুলসন 720 পিক্সেল বাই 1600 পিক্সেল। এই ফোনে 120 হার্টজ রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। পারফরমান্সের জন্য ফোনে কোয়ালকম অক্টাকোর প্রসেসর বেবহার হয়েছে।
এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার মধ্যে 50 মেগাপিক্সেলের মেইন ব্যাক ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা সহ LED ফ্ল্যাশলাইটের দেওয়া হয়েছে।
সিকুরিটির জন্য Motorola এই স্মার্টফোনটিতে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দিয়েছে। এছাড়াও এতে পেয়ে যাবেন 3.5mm অডিও জ্যাক, ডুয়াল সিম সাপোর্ট এবং Wi-Fi ইত্যাদি ফিচার।
এই ফোনে 8GB পর্যন্ত RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে বেবহার করা হয়েছে 5,000mAh ব্যাটারি, যা 18W ফাস্ট চার্জিংয় সাপোর্ট করবে। এই ফোনটি Android 13 ভিত্তিক MyUi 5.0 অপারেটিং সিস্টেমে চলবে। এই ফোনটির ওজন প্রায় 183 গ্রাম।