মোটোরোলা কোম্পানি তাদের নতুন জি সিরিজের অধীনে নতুন স্মার্টফোন Moto G54 5G কে লঞ্চ করার তারিখ ঘোষণা করেছে। জানিয়েছে যে আগামী ৫ই সেপ্টেম্বর চীনের বাজারে এই ফোনটিকে লঞ্চ করা হবে। তারপর ভারত সহ বিশ্বের অন্যান্য বাজারেও ফোনটি বিক্রির জন্য উপলব্ধ করা হবে। এই ফোনের রেন্ডার ডিটেইলসও প্রকাশ্যে আনা হয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক Moto G54 5G ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য।
আরও পড়ুনঃ 5G Smartphone: সেরা 5টি 5G স্মার্টফোন! যাদের দাম খুবই কম
মোটোরোলা কোম্পানি ওয়েইবো পোস্টের মাধ্যমে এই ফোনটির অফিসিয়াল লঞ্চ ডেট জানিয়েছে। আগামী ৫ই সেপ্টেম্বর চীনে এই ফোনটিকে লঞ্চ করা হবে। এরপর ফোনটিকে গ্লোবাল মার্কেট সহ ভারতের বাজারেও লঞ্চ হবে। জানা যাচ্ছে যে এই ফোনটি খুবই কম দামে বাজারে আসবে। আশা করা হচ্ছে এই ফোনের দাম থাকবে ১৫ থেকে ২০ হাজার টাকা মধ্যে।
Moto G54 5G ফোনের সম্ভাব্য ফিচার
- ডিসপ্লেঃ Moto G54 ফোনটিতে 6.54 ইঞ্চির ফুল এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে থাকবে। যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২০:৯ আসপেক্ট রেশিও সাপোর্ট করবে।
- স্টোরেজ ও র্যামঃ এই ফোনে 8GB RAM ও 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। ফোনের ইন্টারনাল স্টোরেজ বাড়ানোর জন্য ফোনটিতে মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে। এর মাধ্যমে ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে।
- অপারেটিং সিস্টেমঃ পারফরমান্সের জন্য Moto G54 5G ফোনে Android 13 অপারেটিং সিস্টেম বেবহার করা হয়েছে। যা পরে আবার আপডেটও পাবে।
- প্রসেসরঃ এই ফোনের প্রসেসর সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
- ক্যামেরাঃ রেন্ডারে এতে ডুয়েল রিয়ার ক্যামেরা দেখা গিয়েছিল। এতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্টেড সহ ৫০ মেগাপিক্সেলের কোয়াড পিক্সেল প্রাইমারি ক্যামেরা লেন্স থাকতে পারে। সেলফির জন্য এতে আপনি পেয়ে যেতে পারেন ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
- ব্যাটারিঃ পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনটিতে 5000mAh-এর ব্যাটারি থাকতে পারে। যা ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
- অন্যান্য ফিচার: এই ফোনে ডুয়েল সিম সাপোর্ট, 5G, 4G নেটওয়ার্ক, Bluetooth, Wi-Fi ইত্যাদি ফিচার থাকবে। সিকুরিটির জন্য এতে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
আরও পড়ুনঃ Realme 11X 5G ফোনে বাম্পার ডিসকাউন্ট অফার, রয়েছে 6GB RAM এবং 5,000mAh ব্যাটারি