কোম্পানি জানিয়েছে Moto G54 5G স্মার্টফোন ৫ই সেপ্টেম্বর লঞ্চ হবে

Moto G54 5G স্মার্টফোন ৫ই সেপ্টেম্বর চীনের বাজারে লঞ্চ হবে। ফোনটিকে খুবই কম দামে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এতে থাকবে 5000mAh-এর ব্যাটারি ও 6.54 ইঞ্চির ডিসপ্লে।

Moto G54 5G

মোটোরোলা কোম্পানি তাদের নতুন জি সিরিজের অধীনে নতুন স্মার্টফোন Moto G54 5G কে লঞ্চ করার তারিখ ঘোষণা করেছে। জানিয়েছে যে আগামী ৫ই সেপ্টেম্বর চীনের বাজারে এই ফোনটিকে লঞ্চ করা হবে। তারপর ভারত সহ বিশ্বের অন্যান্য বাজারেও ফোনটি বিক্রির জন্য উপলব্ধ করা হবে। এই ফোনের রেন্ডার ডিটেইলসও প্রকাশ্যে আনা হয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক Moto G54 5G ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য।

আরও পড়ুনঃ 5G Smartphone: সেরা 5টি 5G স্মার্টফোন! যাদের দাম খুবই কম

মোটোরোলা কোম্পানি ওয়েইবো পোস্টের মাধ্যমে এই ফোনটির অফিসিয়াল লঞ্চ ডেট জানিয়েছে। আগামী ৫ই সেপ্টেম্বর চীনে এই ফোনটিকে লঞ্চ করা হবে। এরপর ফোনটিকে গ্লোবাল মার্কেট সহ ভারতের বাজারেও লঞ্চ হবে। জানা যাচ্ছে যে এই ফোনটি খুবই কম দামে বাজারে আসবে। আশা করা হচ্ছে এই ফোনের দাম থাকবে ১৫ থেকে ২০ হাজার টাকা মধ্যে।

Moto G54 5G ফোনের সম্ভাব্য ফিচার

আরও পড়ুনঃ Realme 11X 5G ফোনে বাম্পার ডিসকাউন্ট অফার, রয়েছে 6GB RAM এবং 5,000mAh ব্যাটারি

Exit mobile version