40% ডিস্কাউন্টে পাওয়া যাচ্ছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত Motorola G62 5G ফোনটিকে

Motorola G62 5G ফোনটিকে অনলাইনে প্রায় অর্ধেক দামে পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে 16.51cm ডিসপ্লে, Qualcomm Sanpdragon 695 5G প্রসেসর, ৫০ মেগাপিক্সেলযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ , এবং ৫০০০এমএএইচ এর ব্যাটারি।

40% ডিস্কাউন্টে পাওয়া যাচ্ছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত Motorola G62 5G ফোনটিকে

আপনি যদি নতুন ৫জি ফোন কিনতে চান তাও আবার ডিস্কাউন্ট দিয়ে তাহলে আপনার জন্য এই প্রতিবেদনটি। মোটোরোলা কোম্পানি লেটেস্ট স্মার্টফোন MOTOROLA G62 5G ফোনটি ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে সস্তায় পাওয়া যাচ্ছে। মোটোরোলার এই স্মার্টফোনের ৪০% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। মোটোরোলার এই ফোনে 50 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এছাড়া ফোনে 16 মেগাপিক্সেলের এর ফ্রন্ট ক্যামেরা এবং 5000mAh এর পাওয়ারফুল ব্যাটারি দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ Apple Watch 9 Series, Watch Ultra 2 এবং ইয়ারপডস্ ভারতে লঞ্চ হল

মোটোরোলার এই ফোনটিতে Qualcomm-এর প্রসেসর রয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক ফোনটিকে কত টাকায় কেনা যাবে এবং এর মধ্যে কি কি ফিচার রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত।

Motorola G62 5G ফোনটিকে এই মুহূর্তে আপনি ৪০% ডিস্কাউন্ট দিয়ে মাত্র 14999 টাকা দিয়ে কিনতে পারবেন। এই দাম ফোনটির 8GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের । এদিকে এর 6GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য আপনাকে খরচ করতে হবে 13999 টাকা। এছাড়াও ফোনটির উপরে বিভিন্ন ধরনের ব্যাংক অফার এবং ক্যাশ ব্যাক অফার রয়েছে। যার ফলে ফোনটির দাম আরও কমে যাবে। ফোনটি Forested Blue এবং Midnight Gray কালারে উপলব্ধ রয়েছে। ফোনটিকে আপনি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart) থেকে কিনতে পারবেন।

Motorola G62 5G ফোন ফিচার

এই ফোনে 6.5-ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে, যা রিফ্রেশ রেট 120 হার্টজ এবং টাচ স্ন্যাপলিং রেট 240 হার্টজ সাপোর্ট করবে। পারফমান্সের জন্য এই স্মার্টফোনটি Qualcomm Snapdragon 695 5G প্রসেসরের সাথে বাজারে এসেছে। এই ফোনটি Android 12 অপারেটিং সিস্টেমে রান করবে।

এই ফোনটি 5G কান্যেক্টিভিটির 12 ব্যান্ড সাপোর্ট করবে। এর দুটি ভেরিয়েন্ট হল 6GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ। মোটোরোলার এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি IP52 রেটিং সহ উপলব্ধ রয়েছে। সিকুরিটির জন্য সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনে Dolby Atmos- সাপোর্টেড স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে 5G, 4G, 3G, 2G নেটওয়ার্ক, Bluetooth, Wi-Fi, USB Type C Port, 3.5mm Audio Jack, এবং ডুয়েল ন্যানো সিম সাপোর্ট।

Motorola G62 5G স্পেসিফিকেশন
ডিসপ্লে 6.5-ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে
র‍্যাম 6GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ
ক্যামেরা ৫০+৮+২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
ব্যাটারি 5,000mAh-এর ব্যাটারি যা ফাস্ট চার্জিং সাপোর্টড
প্রসেসর এবং অপারেটিং সিস্টেম Android 12 অপারেটিং সিস্টেম এবং Qualcomm Snapdragon 695 5G প্রসেসর

আরও পড়ুনঃ iPhone 15 এবং iPhone 15 Plus লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

Exit mobile version