Nokia C32 স্মার্টফোন 23শে বাজারে আসতে চলেছে খুবই সস্তায়, দেখুন দাম ও ফিচার

Nokia কোম্পানি ফেব্রুয়ারী মাসে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2023 ইভেন্টে Nokia C32 স্মার্টফোনটি উন্মোচন করেছিল। তবে কোম্পানি ফোনটিকে এখনও ভারতের বাজারে লঞ্চ করেনি। 

Nokia C32

 

কিন্তু এখন জানা গেছে যে Nokia C32 ফোনটি 23শে মে ভারতের আত্মপ্রকাশ করবে। ফোনের দামের পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্যও ফাঁস হয়েছে। তাহলে চলুন লঞ্চের আগে Nokia C32 এর স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
 
আরও পড়ুনঃ Realme 11X 5G ফোনে বাম্পার ডিসকাউন্ট অফার, রয়েছে 6GB RAM এবং 5,000mAh ব্যাটারি

Nokia C32 ফিচার ও দাম

ইউরোপের বাজারে Nokia C32-এর 3GB RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 139 ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় 12,500 টাকার মত)। তবে ফোনটি 4GB RAM সহ ভারতীয় বাজারে আসবে এবং দাম 10,000 টাকার নিচে থাকতে পারে। ইউরোপের বাজারে Nokia C32 ফোনটি চারটি কালারে উপলব্ধ রয়েছে, যেগুলি হল- বিচ পিঙ্ক, অটাম গ্রিন, মিন্ট এবং চারকোল। তবে নকিয়া এই চারটি কালার ভেরিয়েন্ট ভারতের বাজারে আনবে কিনা তা এখনও জানা যায়নি।
 
টেক ওয়েবসাইট 91Mobiles দাবি করেছে যে Nokia C32 ফোনটি 23শে মে ভারতীয় বাজারে লঞ্চ হবে। এই প্রতিবেদনে আরও জানানো হয়েছে যে এর দাম প্রায় 9,999 টাকা হতে পারে, তবে এই দাম ফোনটির একদম প্রাথমিক দাম। আরও জানা গেছে যে কোম্পানি Nokia C32 ফোনটিতে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেবে।
 
এই ফোনে রয়েছে 6.5-ইঞ্চির ওয়াটারড্রপ নচ ডিজাইন ডিসপ্লে যার স্ক্রীন রেজুলসন 720 পিক্সেল বাই1,600 পিক্সেল, এবং এস্পেক্ট রেসিও 20:9 । পাওয়ার ব্যাকআপের জন্য, Nokia C32 ফোনে 5,000mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা স্ট্যান্ডার্ড 10W চার্জিং সাপোর্ট করবে।
 
ফটোগ্রাফির জন্য এতে ডুয়াল-রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে যার প্রাইমারি ক্যামেরা 50-মেগাপিক্সেলের এবং একটি 2-মেগাপিক্সেলের লেন্সও রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে একটি 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। 
 
Nokia C-সিরিজের স্মার্টফোনটি Unisoc SC9863A অক্টা-কোর প্রসেসর দ্বারা চলবে, যার সাথে 4GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকবে। ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমে রান করবে।
 
সিকুরিটির জন্য, ফোনটিতে সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। Nokia C32 ফোনটি জল এবং ধুলো প্রতিরোধের জন্য IP52 রেটিং সহ এসেছে। কানেক্টিভিটির জন্য এতে ডুয়াল-সিম, 3.5 মিমি অডিও জ্যাক, 4G নেটওয়ার্ক, ওয়াইফাই, ব্লুটুথ 5.2 ভার্সন, GPS এবং GLONASS দেওয়া হয়েছে। ফোনটির ওজন 199.4 গ্রাম এবং এর পরিমাপ 164.6 × 75.9 × 8.55 মিমি। 
 
আরও পড়ুনঃ 5G Smartphone: সেরা 5টি 5G স্মার্টফোন! যাদের দাম খুবই কম
 
Exit mobile version