বাম্পার ডিল- ৮জিবি ও ১২৮জিবি ভেরিয়েন্টের Motorola E13 ফোনটিকে ৮ হাজার টাকার কমে কেনার সুযোগ
Motorola E13 ফোনটির ৮জিবি ও ১২৮জিবি ভেরিয়েন্টকে মাত্র ৭,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে
আপনি যদি নতুন ফোন কেনার কথা ভাবছেন তাও আবার কম দামে তাহলে আপনি Motorola E13 ফোনটিকে কিনতে পারেন। এই ফোনটিকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে ৩১% ডিস্কাউন্টের সাথে পাওয়া যাচ্ছে। এই ফোনে রয়েছে ৫০০০এমএএইচ-এর ব্যাটারি, ৬.৫ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে এবং Unisoc T606 প্রসেসর। তাহলে চলুন জেনে নেওয়া যাক ফোনটিকে কত দামে কেনা যাবে এবং এর মধ্যে কি কি ফিচার রয়েছে।
Motorola E13 ফোনটিকে এই মুহূর্তে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে মাত্র ৭,৪৯৯ টাকা দিয়ে কিনতে পারবেন। এই দাম ফোনটির ৮জিবি র্যাম ও ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের। এছাড়াও এর ৪জিবি র্যাম ও ৬৪জিবি স্টোরেজ ভেরিয়েন্ট উপলব্ধ রয়েছে, যার দাম পড়বে ৬,৪৯৯ টাকা। আবার ফোনটির ২জিবি র্যাম ও ৬৪জিবি স্টোরেজ ভেরিয়েন্টের জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র ৫,৯৯৯ টাকা। ফোনটির উপরে বিভিন্ন ধরনের ব্যাংক অফার, এক্সচেঞ্জ অফার এবং ইএমআই এর সুবিধা রয়েছে। ফোনটিকে চারটি কালারে কেনা যাবে।
আরও পড়ুনঃ
দুর্দান্ত ফিচার ও লুকস নিয়ে Google Pixel 8 এবং Pixel 8 Pro স্মার্টফোন বাজারে এসেছে
iPhone Offer- দুর্দান্ত অফারে পাওয়া যাচ্ছে Apple iPhone 14
Motorola E13 ফোন ফিচার
- ডিসপ্লেঃ ফোনটির মধ্যে ৬.৫ ইঞ্চির এইচডি+ IPS LCD ডিসপ্লে রয়েছে, যার স্ক্রীন রেজুলসন ১৬০০ বাই ৭২০ পিক্সেল।
- প্রসেসরঃ পারফরমান্সের জন্য এতে Unisoc T606 Octa-Core প্রসেসর রয়েছে, ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমে চলবে।
- ক্যামেরাঃ ফোনটির রিয়ার প্যানেলে ১৩ মেগাপিক্সেলের একটি ক্যামেরা রয়েছে। সেলফির জন্য পেয়ে যাবেন ৫ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা।
- ব্যাটারিঃ পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০এমএএইচ এর ব্যাটারি রয়েছে।
- র্যাম ও স্টোরেজঃ ফোনটিতে ২/৪/৮ জিবি র্যাম এবং ৬৪/১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
- অন্যান্যঃ কানেক্টিভিটির জন্য পেয়ে যাবেন Bluetooth, Wi-Fi, এবং 3.5mm অডিও জ্যাক।
আরও পড়ুনঃ
দুর্দান্ত ফিচার ও লুকস নিয়ে Google Pixel 8 এবং Pixel 8 Pro স্মার্টফোন বাজারে এসেছে
iPhone Offer- দুর্দান্ত অফারে পাওয়া যাচ্ছে Apple iPhone 14