5G5G Smartphonelatest techlatest tech newslatest technology newsMotoMotorolaOfferOffer ZonePhone OfferSmartphoneSmartphone OfferTech BanglaTech News Banglatech news todaytech worldtrending tech news

Phone Offer- Motorola Edge 40 ফোনটিকে দুর্দান্ত ডিস্কাউন্টের সাথে ক্রয় করার সুযোগ

Motorola Edge 40 ফোনটির উপরে ফ্লিপকার্ট দিচ্ছে ৮ হাজার টাকা ছাড়

ফোন অফার- Motorola Edge 40

Motorola Edge 40- আপনি যদি নতুন মোটোরোলা কোম্পানির ৫জি ফোন কেনার কথা ভাবছেন দুর্দান্ত ছাড় সহ। তাহলে আপনি Motorola Edge 40 ৫জি ফোনটিকে ক্রয় করতে পারেন। এই ফোনে রয়েছে ৫জি নেটওয়ার্ক সাপোর্ট। এছাড়া এর মধ্যে আপনি পেয়ে যাবেন ৫০+ ১৩ মেগাপিক্সেল যুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, ৪৪০০এমএএইচ এর ব্যাটারি, এবং Dimensity 8020 প্রসেসর। তাহলে চলুন জেনে নেওয়া যাক ফোনটির দাম কত, এবং এর মধ্যে কি কি ফিচার রয়েছে।

Motorola Edge 40 ফোনটিকে এই মুহূর্তে ফ্লিপকার্ট থেকে মাত্র ২৬৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। ফোনটির এমআরপি হল ৩৪৯৯৯ টাকা। অর্থাৎ ফোনটির উপরে আপনি পেয়ে যাচ্ছেন ২২% ছাড়। এই দাম ফোনটির ৮জিবি র‍্যাম ও ২৫৬জিবি স্টোরেজ ভেরিয়েন্টের। এছাড়াও ফোনটির উপরে রয়েছে বিভিন্ন ধরনের ব্যাংক অফার, ইএমআই অফার এবং এক্সচেঞ্জ অফার। যার দরুন ফোনটিকে আরও সস্তায় কেনা যাবে। ফোনটি Viva Magenta, Nebula Green, Eclipse Black, এবং Luner Blue কালারে উপলব্ধ রয়েছে।

আরও পড়ুনঃ

Motorola Edge 40 ফোন ফিচার

মোটোরোলা এজ ৪০ ৫জি ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস pOLED ডিসপ্লে। যার স্ক্রীন রেজুলসন ২৪০০ বাই ১০৮০ পিক্সেল এবং ১৪৪ হার্টজ রিফ্রেস রেট। পারফরম্যান্সের জন্য এতে অক্টাকোর মিডিয়াটেক ডাইমেনসিটি 8০২০ প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমে চলবে। এত ডুয়েল ন্যানো সিম বেবহার করা যাবে। সিকুরিটির জন্য রয়েছে ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার। ফোনটি IP68 রেটিং প্রাপ্ত। এতে ৮জিবি র‍্যাম ও ২৫৬জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

ফটোগ্রাফির জন্য এতে আপনি পেয়ে যাবেন ৫০ ও ১৩ মেগাপিক্সেল যুক্ত রিয়ার ক্যামেরা সেটআপ। আবার ফোনটির সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে আপনি পেয়ে যাবেন ৪৪০০এমএএইচ ব্যাটারি। যা ৬৮ ওয়াট ফাস্ট চারজিং সাপোর্ট করবে। কানেক্টিভিটির জন্য এতে ৫জি নেটওয়ার্ক সাপোর্ট করবে। ফোনটির ওজন ১৭১ গ্রাম।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button