Site icon Technology News

ভারতের বাজারে আসতে চলেছে Realme C51 স্মার্টফোন, দেখুন দাম

Realme C51

কিছু দিন আগেই রিয়েলমি কোম্পানি গ্লোবাল মার্কেটে তাদের কম দামের নতুন স্মার্টফোন Realme C51 লঞ্চ করেছিল। কোম্পানি এবার  এই ফোনটিকে ভারতের বাজারে লঞ্চ করবে বলে ঘোষণা করেছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির লঞ্চ ডেট এখনও পর্যন্ত জানানো হয়নি, তবে খুব শীঘ্রই ফোনটি আনা হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ফোনটির নতুন টিজার এবং ফিচার সম্পর্কে কিছু তথ্য।

Realme C51 ফোনে দেওয়া হয়েছে 90 হার্টজ  রিফ্রেশ রেট সাপোর্ট যুক্ত 6.7-ইঞ্চির ডিসপ্লে। ফোনটিতে 33W ফাস্ট চার্জিং সহ 5,000mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা এই ফোনে আইফোনের মতো ডায়নামিক আইসল্যান্ড স্ক্রিন যুক্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ 5G Smartphone: সেরা 5টি 5G স্মার্টফোন! যাদের দাম খুবই কম

কোম্পানি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে Realme C51 ফোনটির নতুন টিজার পোস্ট করেছে। এতে “চ্যাম্পিয়ন ইজ কামিং” লেখা রয়েছে। পোস্টে দেখা যাচ্ছে এই ফোনে আইফোনে ব্যাবহৃত নচ স্ক্রিন রয়েছে। গ্লোবাল মার্কেটে ইতিমধ্যে Realme C51 ফোনটি লঞ্চ করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে তাইওয়ানে এই ফোনটির বেস মডেলের দাম ভারতীয় মুদ্রায় 10,430 টাকা রাখা হয়েছে। তবে ফোনটির দাম ভারতের বাজারে ১৫ হাজার টাকার মধ্যে থাকতে পারে।

Realme C51 ফোন ফিচার (গ্লোবাল মার্কেটে)

আরও পড়ুনঃ Realme 11X 5G ফোনে বাম্পার ডিসকাউন্ট অফার, রয়েছে 6GB RAM এবং 5,000mAh ব্যাটারি

Exit mobile version