Samsung Galaxy A15 5G ফোনটি লঞ্চ হল মাত্র 19,499 টাকায়, জেনে নিন স্পেসিফিকেশন

Samsung Galaxy A15 5G launched very low price

20 হাজার টাকার বাজেটের মধ্যে Samsung তাদের A সিরিজের অধীনে একটি new 5G ফোন লঞ্চ করেছে। এই ফোনটি ভারতে Samsung Galaxy A15 5G নামে লঞ্চ হয়েছে মাত্র 19,499 টাকা দামে। এটিতে 6.5 ইঞ্চির ডিসপ্লে, 5000mAh-এর ব্যাটারি, 50 মেগাপিক্সেলের Tripel রিয়ার ক্যামেরা সেটআপ, Dimensity 6100+ চিপসেটের মতো দুর্দান্ত ফিচার রয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক ফোনটির দাম ও ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।

এই মিড বাজেট ফোনটি ভারতে দুটি স্টোরেজ ভেরিয়েন্টে ক্রয় করা যাবে। ফোনটির 8GB RAM ও 128GB মডেলটিকে 19,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 8GB RAM ও 256GB মডেলের জন্য আপনাকে খরচ করতে হবে 22,499 টাকা।

আরও পড়ুনঃ

Samsung Galaxy A15 5G ফোন ফিচার

এই মিড-বাজেট 5G ফোনটিতে 6.5 ইঞ্চির ফুল HD+ ইনফিনিটি ইউ ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লেটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট, 800nits পিক ব্রাইটনেস এবং 1080 বাই 2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য, এই ফোনে 2.2 GHz ক্লক স্পিড সহ MediaTek Dimensity 6100+ চিপসেট দেওয়া হয়েছে।

ফোনটিতে 8GB RAM সহ 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। Samsung Galaxy A15 5G ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে যুক্ত হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 05 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 02 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা। সেলফির জন্য এটিতে একটি 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফোনে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে ডুয়াল সিম 5G, সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ, ওয়াইফাই এবং ইউএসবি টাইপ সি পোর্ট পেয়ে যাবেন। এই ফোনটি Android 13 এবং OneUI-তে কাজ করে।

আরও পড়ুনঃ

Exit mobile version