আপনি নতুন ৫জি ফোন কেনার কথা ভাবছেন। তাহলে আপনি MOTOROLA Edge 40 Neo ফোনটিকে ক্রয় করতে পারেন। MOTOROLA Edge 40 Neo ফোনে রয়েছে ৬.৫৫ ইঞ্চির pOLED ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, ও ৫০০০এমএএইচ এর ব্যাটারি।
আরও পড়ুনঃ Realme 11X 5G ফোনে বাম্পার ডিসকাউন্ট অফার, রয়েছে 6GB RAM এবং 5,000mAh ব্যাটারি
MOTOROLA কোম্পানি ফোনটিকে দুটি স্টোরেজ ভেরিয়েন্টে বাজারে নিয়ে এসেছে। এর একটি মডেলে রয়েছে ৮জিবি র্যাম ও ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ। এই মডেলে দাম পড়বে ২০৯৯৯ টাকা। এদিকে ফোনটির ১২জিবি র্যাম ও ২৫৬জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের জন্য আপনাকে খরচ করতে হবে ২২৯৯৯ টাকা। ফোনটিকে আপনি Black Beauty, Caneel Bay, এবং Smoothy Sea কালারে কিনতে পারবেন। ফোনটিকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart) থেকে পাওয়া যাবে আগামী ২৮শে সেপ্টেম্বর থেকে। ফোনটির উপরে বিভিন্ন ধরনের ব্যাংক অফার রয়েছে। যার মাধ্যমে কিনলে এই দামের উপরে আরও কিছুটা ছাড় পাওয়া যাবে। এছাড়া ফোনটিকে আপনি নো-কোস্ট ইএমআই এর মাধ্যমে কিনতে পারবেন।
MOTOROLA Edge 40 Neo ফোন ফিচার
- ডিসপ্লে: এতে 6.55 ইঞ্চির pOLED এফএইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। যা 144 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে এবং এর স্ক্রীন রেজুলসন ২৪০০ পিক্সেল বাই ১০৮০ পিক্সেল।
- র্যাম ও স্টোরেজ: ৮জিবি ও ১২জিবি র্যাম এবং ১২৮জিবি ও ২৫৬জিবি ইন্টারনাল স্টোরেজ।
- অপারেটিং সিস্টেম: ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমে কাজ করবে।
- প্রসেসর: মিডিয়াটেক ডায়মেনসিটি ৭০৩০ প্রসেসর দেওয়া হয়েছে।
- ক্যামেরা: এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। যাতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 13 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে।
- অন্যান্য ফিচার: এই ফোনে ডুয়েল সিম সাপোর্ট, ip68 রেটিং, 5G, 4G নেটওয়ার্ক, Bluetooth, Wi-Fi ইত্যাদি ফিচার পেয়ে যাবেন। সিকুরিটির জন্য দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
আরও পড়ুনঃ 5G Smartphone: সেরা 5টি 5G স্মার্টফোন! যাদের দাম খুবই কম
স্টোরেজ | দাম |
৮জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ | ২০৯৯৯ |
১২জিবি র্যাম ও ২৫৬জিবি স্টোরেজ | ২২৯৯৯ |