ভারতের বাজারে আসতে চলেছে Tata Harrier ও Safari Facelift গাড়ি, দেখুন দাম ও ফিচার
Tata Harrier Facelift গাড়িটিকে ভারতের বাজারে লঞ্চ করা হতে পারে ১৫ লাখ টাকা বা তার বেশি দামে। এদিকে Tata Safari Facelift গাড়িটির দাম হতে পারে ১৬ লাখ টাকা বা তার থেকেও বেশি।
ভারতের জনপ্রিয় কোম্পানি টাটা মোটরস ভারতের বাজারে আনতে চলেছে Tata Harrier ও Safari Facelift দুটি চার চাকা গাড়ি। যখন থেকে এই গাড়ি দুটির লুক প্রকাশ্যে এসেছে, তখন থেকেই ভক্তদের মনে আলাদা উন্মাদনা তৈরি হয়েছে। আপনাদের জানিয়েদি যে Tata Motors এক্কেবারে আপডেটেড SUV দুটি ভারতের বাজারে লঞ্চ করছে এই মাসের ১৭ তারিখে। গাড়ি দুটির দামও সেই দিনই জানানো হবে। আপনি চাইলে গাড়ি দুটি অগ্রিম বুকিং করে রাখতে পারেন। অগ্রিম বুকিং করার জন্য আপনাকে মাত্র ২৫ হাজার টাকা খরচ করতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক গাড়ি দুটির মধ্যে কি কি ফিচার থাকছে।
কোম্পানির পক্ষ থেকে গাড়ি দুটির দাম অফিসিয়ালি ভাবে জানানো হয়নি। তবে আশা করা হচ্ছে যে, Tata Harrier Facelift গাড়িটি ভারতের বাজারে ১৫ লাখ বা তার বেশি দামে লঞ্চ করা হতে পারে। এদিকে Tata Safari Facelift-এর দাম রাখা হতে পারে ১৬ লাখ বা তার বেশি।
Tata Harrier Facelift ও Safari Facelift ফিচার
গাড়ি দুটি বাইরের দিক থেকে একটি নতুন গ্রিল ডিজ়াইন, রিডিজ়াইনড্ মডার্ন-লুকিং স্প্লিট হেডল্যাম্প, LED DRL যুক্ত কড়া হয়েছে। এতে ফুল-উইধ LED টেইল লাইট, নতুন বাম্পার এবং স্কিড প্লেট দেওয়া হয়েছে। আপনি দুটি SUVতেই নতুন অ্যালয় হুইল পেয়ে যাবেন। যা সাফারির ক্ষেত্রে ১৯ ইঞ্চির এবং হ্যারিয়ারের ক্ষেত্রে ১৮ ইঞ্চির।
Tata Harrier ও Safari-র ভেতরে রয়েছে ফোর-স্পোক স্টিয়ারিং হুইল, সেখানে একটি ইলুমিনেটেড লোগোও দেওয়া হয়েছে। এতে ১২.৩ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, একটি ১০.২৫ ইঞ্চির ডিজিটাল ড্রাইভার্স ডিসপ্লে, টাচ অপারেটেড ক্লাইমেট কন্ট্রোল প্যানেল, অ্যাম্বিয়েন্ট লাইটিং স্ট্রিপ দেওয়া হয়েছে।
এছাড়া পেয়ে যাবেন ডুয়াল-জ়োন ক্লাইমেট কন্ট্রোল, জেসচার-কন্ট্রোলড্ পাওয়ার্ড টেইলগেট, পাওয়ার্ড অ্যাডজাস্টেবল, ওয়্যারলেস ফোন চার্জার, এবং ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, ক্রুজ় কন্ট্রোল প্যানোরমিক সানরুফ, ADAS, সাতটি পর্যন্ত এয়ারব্যাগ, 360 ডিগ্রি ক্যামেরা-সহ একাধিক গুরুত্বপূর্ণ ফিচার্স।
দুটি গাড়িতে নতুন ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং দেওয়া হয়েছে, যা আগের থেকে আরও হাল্কা এবং সহজ। এই দুই গাড়িতেই আপনি পেয়ে যাবেন ২.০ লিটারের Kryotec ডিজ়েল ইঞ্জিন, যা 168 hp সর্বাধিক পাওয়ার এবং 350 Nm পিক টর্ক উৎপন্ন করতে পারবে। ৬ স্পিডের ম্যানুয়াল গিয়ারবক্স এবং ৬ স্পিড টর্ক কনভার্টারও দেওয়া হয়েছে এতে।
আরও পড়ুনঃ
দুর্দান্ত ফিচার ও লুকস নিয়ে Google Pixel 8 এবং Pixel 8 Pro স্মার্টফোন বাজারে এসেছে
iPhone Offer- দুর্দান্ত অফারে পাওয়া যাচ্ছে Apple iPhone 14