স্মার্টফোন নির্মাতা কোম্পানি Oppo তাদের ফোল্ডেবল স্মার্টফোনের লিস্টে নতুন একটি ফোন যুক্ত করতে চলেছে। যার নাম OPPO Find N3 Flip । এই ফোনটির লঞ্চ ডেট ঘোষণা করেছে কোম্পানি। আগামী ২৯শে আগস্ট কোম্পানি চীনের বাজারে এই ফোনটিকে লঞ্চ করবে। এরপর কোম্পানি ফোনটিকে ভারত সহ অন্যান্য মার্কেটেও নিয়ে আসবে। ফোনটি সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল।
আরও পড়ুনঃ 5G Smartphone: সেরা 5টি 5G স্মার্টফোন! যাদের দাম খুবই কম
লঞ্চ টিজারে ফোনটিকে এই মাসে ২৯শে আগস্ট লঞ্চ করা হবে দেখানো হয়েছে। চীনের সময় অনুযায়ী ফোনটি দুপুর 2:30 মিনিটে লঞ্চ হবে। চীনের ওপ্পো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফোনটির লাইভ লঞ্চ ইভেন্ট দেখা যাবে। কোম্পানি এই ফোল্ডেবল ফোনটির সাথে OPPO Watch 4 Pro স্মার্টওয়াচ লঞ্চ করবে। এই ফোনটির জন্য কোম্পানি তাদের ওয়েবসাইট-এ একটি পেজ বানিয়েছে।
OPPO Find N3 Flip ফোনের সম্ভাব্য ফিচার
- ডিসপ্লে: রিপোর্ট অনুযায়ী OPPO Find N3 Flip ফোনে 6.8-ইঞ্চির এইচডি+ E6 AMOLED ডিসপ্লে দেওয়া হবে। যার স্ক্রীন রেজুলসন 2520 পিক্সেল বাই 1080 পিক্সেল, 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 21:9 অ্যাস্পেক্ট রেশিও , 403 PPI পিক্সেল ডেনসিটি, 1600 nits পর্যন্ত সর্বোচ্চ ব্রাইটনেস, 100% DCI-P3 সাপোর্ট থাকবে। ফোনটির ফ্রন্টে 3.26-ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকতে পারে, যার স্ক্রীন রেজলিউশন হবে 720 পিক্সেল বাই 382 পিক্সেল, 60 হার্টজ রিফ্রেশ রেট, 250 PPI পিক্সেল ডেনসিটি, 900 নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। প্রোটেকশনের জন্য এই ফোনে Corning Gorilla Glass 5 এর প্রোটেকশন দেওয়া হতে পারে।
- ক্যামেরা: এতে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকতে পারে। এর মধ্যে OIS সাপোর্টেড 50 মেগাপিক্সেলের Sony IMX890 প্রাইমারি সেন্সর থাকবে বলে জানা গেছে। সাথে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 32 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স থাকতে পারে। সেলফির জন্য আপনি এতে পেয়ে যেতে পারেন 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
- র্যাম ও স্টোরেজ: এতে 16GB পর্যন্ত LPDDR5 RAM ও 512GB পর্যন্ত UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ থাকছে।
- প্রসেসর ও অপারেটিং সিস্টেম: ফোনটি MediaTek Dimensity 9200 প্রসেসর এবং Mali-G710 MC10 GPU সাপোর্ট সহ বাজারে আসতে পারে। ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমে রান করতে পারে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 4300mAh-এর ব্যাটারি থাকবে, যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
আরও পড়ুনঃ Realme 11X 5G ফোনে বাম্পার ডিসকাউন্ট অফার, রয়েছে 6GB RAM এবং 5,000mAh ব্যাটারি