Realme C55 ফোনটিকে দুর্দান্ত ডিস্কাউন্টের সাথে পাওয়া যাচ্ছে

Realme C55 Phone Features

Buy Realme C55 phone on offer

Buy Realme C55 phone on offer- আপনি যদি নতুন ফোন কেনার কথা ভাবছেন তাও আবার দশ এগারো হাজার টাকার মধ্যে তাহলে আপনি এই Realme C55 ফোনটিকে ক্রয় করতে পারেন। এই ফোনটিকে এই মুহূর্তে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে দুর্দান্ত অফারে পাওয়া যাচ্ছে।

এই ফোনে রয়েছে 64 মেগাপিক্সেল যুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এছাড়া এর মধ্যে আপনি পেয়ে যাবেন 6.72 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে, Helio G88 প্রসেসর, Android 13 অপারেটিং সিস্টেম, এবং 5000mAh-এর পাওয়ারফুল ব্যাটারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক এর দাম কত এবং এর মধ্যে কি কি ফিচার রয়েছে।

Realme C55 ফোনটিকে 4/6/8 GB RAM ও 64/128 GB স্টোরেজ ভেরিয়েন্টে ক্রয় করতে পারবেন। ফোনটির 4GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র 8499 টাকা। ফোনটির আসল দাম 12,999 টাকা। অর্থাৎ আপনি এই ফোনটির উপরে পেয়ে যাচ্ছেন 4500 টাকার মত ছাড়। ফোনটি Rainforest, Rainy Night, এবং Sunshower কালারে উপলব্ধ রয়েছে। ফোনটিকে আপনি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart) থেকে ক্রয় করতে পারবেন।

আরও পড়ুনঃ

Realme C55 ফোন ফিচার

এতে রয়েছে 6.72 ইঞ্চির Full HD+ ডিসপ্লে। যার Screen রেজুলসন 2400 পিক্সেল বাই 1080 পিক্সেল এবং 90 হার্টজ Refresh Rate । ফোনটি Android 13 Operating System-এ চলবে। এতে Octa Core Helio G88 Processor রয়েছে। Power Backup-এর জন্য এতে পেয়ে যাবেন 5000mAh-এর ব্যাটারি। Photographir-এর জন্য এতে পেয়ে যাবেন 64 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেল যুক্ত Dual রিয়ার ক্যামেরা। Selfie-এর জন্য এতে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের একটি Front Camera। চারজিং এর জন্য এতে Type C Port সাপোর্ট করবে।

সিকুরিটির জন্য এতে দেওয়া হয়েছে Fingerprint Sensor এবং Face Unlock ফিচার। Connectivity-এর জন্য এতে সাপোর্ট করবে 4G Network, Wi-Fi, Bluetooth v5.2 Version, GPS, USB Type C Port, এবং 3.5mm Audio জ্যাক। Micro-SD কার্ডের মাধ্যমে ফোনটির Internal স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে। এতে Dual Nano Sim সাপোর্ট করবে এবং ফোনটির ওজন 189.5 গ্রাম।

আরও পড়ুনঃ

Exit mobile version