Site icon Technology News

Vivo V29e স্মার্টফোন লঞ্চ হল ভারতের বাজারে, দেখুন দাম ও ফিচার

Vivo V29e Smartphone

Vivo V29e টিকে কোম্পানি ভারতের বাজারে লঞ্চ করেছে। এই ফোন আপনি পেয়ে যাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, 5000mAh-ব্যাটারি এবং 44W ফাস্ট চার্জিং সাপোর্ট। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই ফোনের দাম কত এবং কী কী ফিচার রয়েছে।

আরও পড়ুনঃ 5G Smartphone: সেরা 5টি 5G স্মার্টফোন! যাদের দাম খুবই কম

এই ভিভো ফোনের 8GB র‍্যাম এবং 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 26999 টাকা। এদিকে ফোনটির 8GB র‍্যাম এবং 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 28999 টাকা রাখা হয়েছে। ফোনটিকে আপনি Artistic Blue এবং Artistic Red- এই দুই কালারে ক্রয় করতে পারবেন। ফোনটিকে ভিভো কোম্পানির ই-স্টোর এবং ফ্লিপকার্টে প্রি-বুকিং জন্য উপলব্ধ করা হয়েছে। ফোনটিকে আগামী ৭ই সেপ্টেম্বর থেকে বিক্রি করা হবে।

Vivo V29e ফোন ফিচার

আরও পড়ুনঃ Realme 11X 5G ফোনে বাম্পার ডিসকাউন্ট অফার, রয়েছে 6GB RAM এবং 5,000mAh ব্যাটারি

Exit mobile version