Bangla Tech Newslatest tech newslatest technology newsMobile PhoneSmartphoneTech BanglaTech NewsTech News Banglatech news todayTech Tips Banglatech worldTechnology NewsVivoVivo Smartphone

Vivo Y35 স্মার্টফোন 50 মেগাপিক্সেল ক্যামেরা ও 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল

স্মার্টফোন নির্মাতা কোম্পানি Vivo 14ই আগস্ট নতুন Y সিরিজ স্মার্টফোন Vivo Y35 ইন্দোনেশিয়ায় লঞ্চ করেছে। Y সিরিজের এই নতুন ফোনটির দাম রাখা হয়েছে 20 হাজার টাকারও কম।

Vivo Y35 Smartphone

 

ফোনটির মধ্যে আপনি পেয়ে যাবেন 5,000mAh-এর পাওয়ারফুল ব্যাটারি এবং 50-মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এছাড়া এর মধ্যে দেওয়া হয়েছে Qualcomm Snapdragon 680 প্রসেসর সহ ফুল HD Plus ডিসপ্লে। তাহলে চলুন জেনে নেওয়া যাক Vivo Y35 ফোনের দাম এবং ফিচার।
 
ফোনটিকে Dawn Gold এবং Agate Black কালারে আনা হয়েছে। Vivo Y35 ফোনের 8GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম 16999 টাকা। ফোনটিকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে ক্রয় করা যাবে।
 

Vivo Y35 ফোন ফিচার

  • Vivo Y35 ফোনে 60 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট সহ 6.58-ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে রয়েছে।
  • ভিভোর এই নতুন ফোনে অপারেটিং সিস্টেম হিসেবে Android 12 ভিত্তিক Funtouch OS 12 দেওয়া হয়েছে।
  • পারফরম্যান্সের জন্য এতে Qualcomm Snapdragon 680 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি 8GB RAM এবং 256GB স্টোরেজ সহ এসেছে।
  • ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 2-মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং 2-মেগাপিক্সেল বোকেহ লেন্স। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এটিতে সিঙ্গেল 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ফোনটির ওজন 188 গ্রাম। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5,000mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে, যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
  • কানেক্টিভিটির জন্য সাপোর্ট করবে ডুয়াল সিম, Bluetooth v5.0 ভার্সন, Wi-Fi, GPS, ইউএসবি টাইপ-সি পোর্ট।
 

Related Articles

Back to top button