ভিভো কোম্পানি চীনের বাজারে তাদের নতুন Vivo Y78m স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনে আপনি পেয়ে যাবেন ৫০মেগাপিক্সেলের ক্যামেরা, 12GB র্যাম এবং MediaTek Dimensity 7020 প্রসেসর। চলুন জেনে নেওয়া যাক এই নতুন ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য।
Vivo Y78m ফোনটিকে সিঙ্গেল ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনে রয়েছে 12GB RAM ও 256GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনের দাম রাখা হয়েছে ১৯৯৯ ইউয়ান। যা ভারতীয় মুদ্রায় প্রায় ২২৯০০ টাকার মত। চীনের বাজারে এই ফোনটিকে black এবং blue কালারে আনা হয়েছে। তবে কবে ফোনটিকে ভারতের বাজারে লঞ্চ করা হবে সেই সম্পর্কে কিছু জানা যায়নি।
আরও পড়ুনঃ Realme 11X 5G ফোনে বাম্পার ডিসকাউন্ট অফার, রয়েছে 6GB RAM এবং 5,000mAh ব্যাটারি
Vivo Y78m ফোন ফিচার
- ডিসপ্লে: Vivo Y78m ফোনটিতে 6.64 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। যার স্ক্রীন রেজুলসন 2388 পিক্সেল বাই 1080 পিক্সেল এবং 120 হার্টজ রিফ্রেশ রেট।
- র্যাম ও স্টোরেজ: এই ফোনে 8GB virtual RAM রয়েছে যা ফোনের ফিজিক্যাল 12GB RAM এর সঙ্গে মিলে মোট 20GB RAM এর পারফরমেন্স দিতে পারবে। এতে 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
- প্রসেসর: Vivo Y78m ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমে চলবে। এতে মিডিয়াটেক ডায়মেনসিটি 7020 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ০২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য ৫০০০এমএএইচ-এর ব্যাটারি দেওয়া হয়েছে। এতে 44W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে।
আরও পড়ুনঃ 5G Smartphone: সেরা 5টি 5G স্মার্টফোন! যাদের দাম খুবই কম