5G5G SmartphoneMobile PhoneOfferOffer ZoneSmartphoneSmartphone OfferTech Banglatech worldTechnology Newstrending tech newsVivoVivo Smartphone

Vivo এর T2X 5G ফোনটিকে পাওয়া যাচ্ছে একবারে জলের দরে, দেখুন কোথায় পাবেন

Vivo T2x 5G ফোনটিকে খুবই সস্তায় কেনার সুযোগ

Vivo's T2X 5G phone is available at a discounted price
Vivo’s T2X 5G phone is available at a discounted price

আপনি যদি নতুন 5G ফোন কেনার কথা ভাবছেন তাও আবার 15 হাজার টাকার মধ্যে। তাহলে আপনি Vivo T2x 5G ফোনটিকে ক্রয় করতে পারেন। এই ফোনে রয়েছে 5G Network সাপোর্ট। এছাড়া এর মধ্যে আপনি পেয়ে যাবেন 50MP যুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, 5000mAh এর ব্যাটারি, এবং Dimensity 6020 প্রসেসর। তাহলে চলুন জেনে নেওয়া যাক ফোনটির দাম কত, এবং এর মধ্যে কি কি ফিচার রয়েছে।

Vivo T2x 5G ফোনটিকে এই মুহূর্তে ফ্লিপকার্ট থেকে মাত্র 14,999 টাকায় পাওয়া যাচ্ছে। ফোনটির এমআরপি হল 20,999 টাকা। এই দাম ফোনটির 8GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের। এছাড়া এর 4GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য আপনাকে দিতে হবে 11,999 টাকা। এর উপরে রয়েছে 6 হাজার টাকা ডিস্কাউন্ট।

এদিকে ফোনটির 6GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য আপনাকে খরচ করতে হবে 12,999 টাকা। এছাড়া ফোনগুলির উপরে রয়েছে বিভিন্ন ধরনের ব্যাংক অফার, ইএমআই অফার এবং এক্সচেঞ্জ অফার। ফোনগুলি Aurora Gold, Gimmer Black, এবং Marine Blue কালারে উপলব্ধ রয়েছে।

আরও পড়ুনঃ

Vivo T2x 5G ফোন ফিচার

ভিভো টি২এক্স 5G ফোনে রয়েছে 6.58 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। যার স্ক্রীন রেজুলসন 2408 বাই 1080 পিক্সেল। Performance এর জন্য এতে Octa Core MediaTek Dimensity 6020 প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমে চলবে। এত ডুয়েল Neno SIM বেবহার করা যাবে। সিকুরিটির জন্য রয়েছে Fingerprint Sensor ।

ফটোগ্রাফির জন্য এতে আপনি পেয়ে যাবেন 50MP ও 2MP রিয়ার ক্যামেরা সেটআপ। আবার ফোনটির সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে 8MP এর একটি ফ্রন্ট ক্যামেরা। Power Backup এর জন্য এতে আপনি পেয়ে যাবেন 5000mAh-এর ব্যাটারি। যা 18W ফাস্ট চারজিং Support করবে। Connectivity এর জন্য এতে 5G Network সাপোর্ট করবে। ফোনটির ওজন 184 গ্রাম।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button