ভুলেও গুগলে সার্চ করবেন না এসব জিনিস, আপনার জেল পর্যন্ত হতে পারে
Google Search Mistake- প্রতিদিন প্রতিমুহূর্তে বহুসংখ্যক মানুষ অসংখ্যবার Google ব্যবহার করে থাকেন। আপনি যদি কোন ছোটখাটো বিষয়ে সার্চ করার জন্য গুগল বেবহার করেন, তাহলে আপনাকে আজ থেকেই সাবধান হয়ে যান। এমন কিছু আপনি গুগলে সার্চ করবেন না, যা আপনাকে বিপদে ফেলে।
Google Search Mistake- বর্তমান সময়ে অজানা বিষয়ে শিখতে মাত্র কয়েক সেকেন্ড এর সময় লাগে। ফোনে গুগল খুলতে যতক্ষণ সময় লাগে। একবার গুগলে ঢুঁ মারলেই, অজানা তথ্য হাতের নাগালে। আর এই বিষয়ে জানার জন্য অনেকেই প্রতিদিন প্রতি মুহূর্তে অসংখ্যবার গুগল ব্যবহার করে থাকেন। কিন্তু এমন কিছু বিষয়ে গুগলে সার্চ করবেন না যা আপনাকে বিপদে ফেলে দেয়। আপনি যদি ছোটখাটো কোনো বিষয়ে সার্চ করতে গুগলের সাহায্য নিয়ে থাকেন তাহলে আজ থেকেই সাবধান হয়ে যান। আপনাকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দেবো, যা জানার পর আপনি পরের বার গুগল সার্চ ব্যবহার করার আগে দুবার ভাববেন। এমনকি কিছু বিষয় আছে যা গুগলে সার্চ করার জন্য আপনাকে জেলও যেতে হতে পারে।
আরও পড়ুনঃ
আপনি কি নতুন আধার কার্ড করেছেন বা সংশোধন করেছেন, হয়েছে কি না কিভাবে অনলাইনে চেক করবে জেনেনিন
বাচ্চার Aadhaar Card করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে এবং কোথায় করাবেন জেনেনিন
Google Search Mistake- গুগলে এই জিনিসগুলি ভুল করেও সার্চ করবেন না:
গুগল সার্চ দিয়ে কীভাবে বোমা তৈরি করা যায় সার্চ করলে আপনাকে সমস্যায় পড়তে হবে। যে কোনো সময় আপনি এই ধরনের কিছু অনুসন্ধান করলে নিরাপত্তার কারণে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে। এমনকি আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
ফিল্ম পাইরেসি একটি অপরাধ, আপনি যদি গুগলের মাধ্যমে চলচিত্র পাইরেসি সম্পর্কিত কিছু অনুসন্ধান করেন তবে আপনি সমস্যায় পড়তে পারেন। আপনাদের জানিয়ে রাখি যে ফিল্ম পাইরেসি ভারতে বেআইনি, তাই গুগলে এরকম বিষয়ে কিছু সার্চ করলে আপনাকে অনেক টাকা খরচ করতে হতে পারে। আবার এর জন্য আপনার জেল বা জরিমানা পর্যন্ত হতে পারে।
অনলাইনে চাইল্ড বা মাইনর পর্নোগ্রাফির বিরুদ্ধে কড়া আইন আছে আমাদের ভারতে। এই ধরনের ঘৃণ্য সার্চ অপরাধপ্রবণ মানসিকতা হিসাবে গণ্য করা হয়ে থাকে। তাই এই বিষয়ে গুগলে সার্চ করবেন না।
আপনি ভুলেও গুগলে সার্চ করবেন না যে কোন সন্ত্রাসবাদী সংগঠনে যোগদানের পদ্ধতি কি। এর জন্য আপনি সরকারি নিরাপত্তা সংস্থার নজরে আসতে পারেন। যা আপনাকে বড় বিপদে ফেলবে।
এই সব বিষয় ছাড়াও আরও অনেক কিছু বিষয় আছে, যা গুগলে সার্চ করা অপরাধ। এমনকি আপনাকে এর জন্য জেলেও যেতে হতে পারে। আপনাদের জানিয়েদি যে এই ধরনের বিষয়ে সার্চ করলে গুগল কড়া হাতে পদক্ষেপ নেয়। তাই এই ধরনের বিষয়ে ভুল করেও কখনও গুগলে অনুসন্ধান করবেন না।
আরও পড়ুনঃ
দুর্দান্ত ফিচার ও লুকস নিয়ে Google Pixel 8 এবং Pixel 8 Pro স্মার্টফোন বাজারে এসেছে
iPhone Offer- দুর্দান্ত অফারে পাওয়া যাচ্ছে Apple iPhone 14